নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
চলতি সিরিজে বোলার মেহেদি হাসান মিরাজ আছেন দারুণ ছন্দে। প্রথম ওয়ানডেতে চার উইকেটের পর দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন আরও তিন উইকেট। এর ফলে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে উঠে এসেছেন তিনি। আছেন ক্যারিয়ার সেরা অবস্থানেও। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান।
সিরিজ শুরুর আগে মিরাজ এক ধাপ পিছিয়ে গিয়েছিলেন। চলে গিয়েছিলেন চার থেকে পাঁচে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের দারুণ পারফর্ম্যান্স তাকে এবার তুলে এনেছে ক্যারিয়ার সেরা অবস্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পেয়েছিলেন চার উইকেট, পরেরটায় তিন। দুই ওয়ানডেতেই রান দিয়েছেন ওভারপ্রতি তিনেরও কম।
তাতেই এই দুর্দান্ত অর্জন এসে ধরা দিল মিরাজের কাছে। বাংলাদেশের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে উঠে এসেছেন তিনি। এর আগে আবদুর রাজ্জাক প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২০১০ সালে উঠে এসেছিলেন শীর্ষ দুইয়ে।
রেটিং পয়েন্টের দিক থেকেও মিরাজ আছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭২৫। আর তার ওপরে থাকা ট্রেন্ট বোল্টের ঝুলিতে আছে ৭৩৭ পয়েন্ট। মিরাজ যাকে টপকে উঠে এসেছেন দুইয়ে, সেই মুজিবুর রহমানের পয়েন্ট ৭০৮।
দুই ওয়ানডের বোলিং বড় পরিবর্তন এনেছে মুস্তাফিজুর রহমানের অবস্থানেও। আট ধাপ এগিয়ে তিনি এসেছেন নবম অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৬৫২।