নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন সত্যি হলো। বিয়ের কথা মাহির নিজেই জানালেন এ নায়িকা। রোববার ১২টা ২৭ মিনিটের দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি। নড়াইল নিউজ ২৪.কম এর পাঠকদের জন্য মাহির স্টাটাসটি তুলে ধরা হল:
বিয়ের ছবি পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
মাহির বর রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রাকিব গাজীপুরে থাকেন।
গত জুন মাস থেকেই শোনা যাচ্ছিল, রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি।
মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে সপ্তাহখানেক আগে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর আমি তোমাকে একটা চমক দিতে যাচ্ছি।’ সেই চমকই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে। মাহির এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের ঘরে সন্তান আছে। রাকিব সরকারের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে আর মাহি ফোন রিসিভ করছেন না।