নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার মুদাস্সির গোজার। তার উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি। সম্প্রতি বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করেছেন। কিন্তু তার সমান উচ্চতার মেয়ে খুঁজে পাচ্ছেন না তিনি। যদিও এখনো তিনি আশায় আছেন, তার জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাবেন বাবা-মা।
সম্প্রতি ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিদিনের রুটিনের কথা জানিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে মুদাস্সির জানিয়েছেন, পাকিস্তানের তার সঙ্গে মানায় এমন অনেক লম্বা মেয়ে আছে। তাদের কয়েকজনের সঙ্গে দেখাও করেছেন তিনি।
নিজের উচ্চতা নিয়ে অবশ্য কোনো রকমের আফসোস নেই। বরং তার সঙ্গে ছবি তুলতে এলে কিংবা মানুষের জটলা বেশ উপভোগই করেন মুদাস্সির। তবে তাকে নিয়ে খারাপ মন্তব্যকারীদের অপছন্দের কথাও লুকাননি তিনি। যারা তাকে সম্মান করেন, তাদের কৃতজ্ঞতাও জানিয়েছেন এই ক্রিকেটার।
তার পরিবারের বাকিদের অবশ্য স্বাভাবিক উচ্চতাই। একমাত্র মুদাস্সিরই ব্যতিক্রম। নিজের জুতা এমনকি নামাজ পড়ার জায়নামাজও অর্ডার করে বানাতে হয় তাকে। জাতীয় দলে এখনো পর্যন্ত অভিষেক হয়নি মুদাস্সিরের, হয়তো হবেও না কখনো। কিন্তু উচ্চতার কারণেই পাকিস্তানের ক্রিকেটে আলোচিত হয়ে থাকবেন তিনি।
সব সময় আকর্ষণের কেন্দ্রেই থাকেন মুদাস্সির। কিংবদন্তি ওয়াসিম আকরাম থেকে শুরু করে বাবর আজম সবাই তার সঙ্গে সেলফি তুলতে ভুল করেন না। উচ্চতাই তাকে আলাদা করে দেয়। কিন্তু এবার বিয়ে করতে গিয়ে যে পাত্রী খুঁজে পাচ্ছেন না তিনি!