নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
আমরা আলাপ আলোচনা করছি, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছি। আমরা চাইছি আগামী এক মাসের মধ্যে যাদের বয়স ১৮ এর বেশি, যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে তাদের টিকা নিশ্চিত করতে পারি। টিকা প্রাপ্তির দুই সপ্তাহ পরে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারবো বলে জানিয়েছেন,শিক্ষামন্ত্রী দীপু মনি।
টিকা প্রাপ্তির দুই সপ্তাহ পরে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা আলাপ আলোচনা করছি, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছি। গতকালই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সকল বিশেষজ্ঞ, আমাদের কোভিড-১৯ এর জাতীয় পরামর্শক কমিটি, টেকনিক্যাল কমিটি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে, বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ও শিক্ষক সমিতি ফেডারেশনকে নিয়ে একটি যৌথ মিটিং করা হয়েছে।
‘আমরা সেখানে কি করে আগামী এক মাসের মধ্যে যত দ্রুত সম্ভব যাদের বয়স ১৮ এর বেশি, যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে তাদের টিকা নিশ্চিত করতে পারি। টিকা প্রাপ্তির দুই সপ্তাহ পরে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় গুলো খুলে দিতে পারবো।’