নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেলো আর্জেন্টিনা। চিলির বিপক্ষে শুরুতে গোল দিয়েও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি। ফলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। এর ফলে পয়েন্ট হারাতে হয়েছে আলবিসেলেস্তাদের।
ইউনিকো মাদ্রে সিউদেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৩ আর ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ ও ডি মারিয়া। পাল্টা আক্রমণে আর্জেন্টাইন রক্ষণেরও ভালোই পরীক্ষা নেয় চিলি। ১৫ মিনিটে ভারগাসের দূরপাল্লার শট সাইট বারের পাশ দিয়ে যাওয়ায়, এগিয়ে যাওয়া হয়নি তাদের।
ম্যাচের ২৪ মিনিটে লাউতারো মার্টিনেজকে করা ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করেন লিওনেল মেসি। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ৩৬ মিনিটেই সমতায় ফেরে চিলি। এরপর দু’দলই একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেনি কেউই।
এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে চিলি আছে ৬ নম্বরে।