নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
রাষ্ট্রপতির গঠন করে দেয়া সার্চ কমিটি নির্বাচন কমিশন বা ইসি গঠনে যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে শনিবার প্রথম দফায় ১৪ বিশিষ্টজনের অংশগ্রহণে প্রথম সেশনের বৈঠক করেছে ।
কমিটির আমন্ত্রণে শনিবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে শুরু হয় বৈঠকটি। বৈঠকে এ সময় ২০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ১৪ জন।
বৈঠকটি চলে বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত। এরপর কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় সেশনে আরেকটি বৈঠক শুরু করেছে।
এরই মধ্যে দ্বিতীয় সেশনের বৈঠকে অংশ নিতে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন আমন্ত্রণ পাওয়া বিশিষ্টজনরা।
দ্বিতীয় সেশনে বৈঠকে অংশ নিতে উপস্থিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এবং চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, একাত্তরের টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল হক বাবু, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক আবেদ খান।
এবারও প্রথম আইন অনুযায়ী ইসি গঠন করা হবে। দেশ স্বাধীনের ৫০ বছর পর এসে গত ২৭ জানুয়ারি আইনটি পাস করেছে জাতীয় সংসদ।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। ইসি গঠনে এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ৫ ফেব্রুয়ারি একটি কমিটি গঠন করে দেন।
সে কমিটির কাজ হবে যোগ্য ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা। যার মধ্য থেকে পছন্দ মতো ব্যক্তিকে সিইসি ও ইসি হিসেবে নিয়োগ দেবেন তিনি।
আরও পড়ুন: সার্চ কমিটি আজ প্রথম ধাপে ২০ বিশিষ্টজনের সঙ্গে বসবেন