নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে হঠাৎই কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অন্যান্য জনপ্রিয় কিছু ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে অচল হয়ে পড়ে সাইটগুলো। ওয়েবসাইটগুলোতে ঢুকে এরর মেসেজ দেখা যায়। অ্যামাজন ডটকমের রিটেইল সাইটেও ঢোকা যাচ্ছিল না।
এছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ পাওয়া যায়। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। এছাড়া জনপ্রিয় দুই ওভার দ্য টপ (ওটিটি) সার্ভিস হুলু, এইচবিও ম্যাক্সেও দেখা দিয়েছে বিভ্রাট।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ কাজ করছে না। আরও ব্রিটিশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে না। এমনকি ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।
তাৎক্ষণিক এসব ওয়েবসাইটে কেন প্রবেশ করা যাচ্ছে না তা সম্পর্কে জানা যায়নি। তবে ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বিভিন্ন খবরে জানা যাচ্ছে ফাস্টলিতে বড় ধরনের বিপর্যয়ের কারণে এসব ওয়েবসাইটের সেবা বিঘ্নিত হচ্ছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড সার্ভিস কোম্পানি ফাস্টলিও নিজেদের ত্রুটির কথা স্বীকার করেছে। নিজেদের ওয়েবসাইটে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে।