নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আন্তর্জাতিক সেনাদল গড়া হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।রোববার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থ দিন এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জেলেনস্কিকে উদ্ধৃত করে ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, ‘এটি (সেনাদল) হবে আমাদের দেশের জন্য আপনাদের (বিদেশি) সমর্থনের মূল তথ্যপ্রমাণ।’
ইউক্রেনে বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বার্তা দিয়ে জনগণকে উজ্জীবিত রাখার চেষ্টা করছেন জেলেনস্কি। অভিযানের তৃতীয় দিন শনিবার তিনি আত্মসমর্পণ করবেন বলে একটি খবর ছড়িয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে ভিডিওবার্তা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়েছে, আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছি। আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। আমাদের দেশকে রক্ষা করব।’
ওই ভিডিওবার্তায় জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘ক্রেমলিন আমাদের রাজধানী দখলের চেষ্টা করছে। রাতভর শত্রুদের সঙ্গে আমাদের তুমুল লড়াই হয়েছে।
‘কিয়েভের নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আমরা শত্রুদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছি।’
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে লড়াই চলছে। দেশ, মাতৃভূমি ও সন্তানদের নিরাপত্তার জন্যই এ লড়াই।