নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
সুইডেনের কার্টুনিস্ট লারস ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে ছিলেন।
সুইডিশ সংবাদমাধ্যম টিটি, ড্যাজেন নিহেটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে লারস ভিকসের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের পর দুটিতে আগুন লেগে যায়।
বিশ্বজুড়ে সমালোচিত এই কার্টুনিস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাও এ সময় নিহত হন। তারা তিনজন একটি প্রাইভেট কারে যাচ্ছিলেন। গুরুতর আহত ট্রাকচালককে হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৭৫ বছর বয়সী লারস ভিকসের গাড়িটি মারকারড শহরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় শিকার হয়।
দেশটির নিরাপত্তা বাহিনী ‘স্পেশাল প্রসিকিউটরস অফিসার’ এর নেতৃত্বে এরই মধ্যে সড়ক দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে।
ইসলামের নবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ২০০৭ সালে ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্বব্যাপী সমালোচিত হন সুইডিশ এই কার্টুনিস্ট। এরপর লারস ভিকসের ওপর দুটি সন্ত্রাসী হামলা চালানো হয়। দুই হামলায় অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তিনি। পরে তার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত করা হয়।