নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
বগুড়ার মির্জাপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। ইউনিয়নের রানীরহাট মোড়ে বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানীউল ইসলাম।
তবে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।