নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন কুশল পেরেরা। তারুণ্যনির্ভর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে শ্রীলঙ্কার নেতৃত্ব দিয়েছেন বাইশ গজে। তবে বাঘের ডেরায় সুবিধা করতে পারেনি লঙ্কান সিংহরা। তিন ম্যাচের সিরিজের ট্রফি হাতছাড়া হয়েছে। শেষ ওয়ানডে জিতে আক্ষেপে প্রলেপ দিয়েছে সফরকারীরা। সিরিজ শেষ হয়েছে গত ২৮ মে। একদিন বিশ্রাম সেরে আজ (রোববার) দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা।
করোনাভাইরাসের কারণে লঙ্কার সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান চলাচল বন্ধ। তার ওপর দেশে ফিরেই সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডের বিমান ধরবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এজন্য ঝুঁকি না নিয়ে ভাড়া করা চার্টার্ড বিমানে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা দল। তাদের বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে সকাল ১০টা ১৫ মিনিটে। বিষয়টি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।
আইসিসির সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে বাংলাদেশ আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদেশে এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন পর অনুশীলন নামে সফরকারীরা। বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচের পর শুরু হয় মাঠের লড়াই। সে লড়াইয়ে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি ৯৭ রানে জিতলেও প্রথম ম্যাচটি ৩৩ রান ও দ্বিতীয় ম্যাচ ১০৩ রানে হেরে সিরিজ খুইয়েছেন কুশল পেরেরারা।