নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
ঘুষ নেয়ার মামলায় পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছর এবং দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আলোচিত মামলাটির রায় দেন।
রায়ে বাছিরকে একটি ধারায় তিন বছর, আরেক ধারায় পাঁচ বছর সাজা দেয়া হয়েছে। সঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মিজানকে শুধু ৩ বছরের বিনাশ্রম সাজা দিয়েছে আদালত।
রায় ঘোষণার পর মিজান ও বাছিরের ডিভিশন চেয়ে তাদের আইনজীবীরা আবেদন করেন। সেটিও শুনানি হয়। তবে বিচারক এখনও আদেশ দেননি। পরে আদেশ দেবেন বলে জানান।
আসামি পক্ষে শুনানি করেন এহসানুল হক সমাজী ও আবুল হাসেম ভূঁইয়া, তাদের ডিভিশন বাতিল চেয়ে শুনানি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
১০ ফেব্রুয়ারি আসামি ও দুদকের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আজ বুধবার রায়ের জন্য তারিখ দেয়।
গত ৩ জানুয়ারী আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান এবং এনামুল বাছির। পরে ১২ জানুয়ারি আসামিরা তাদের লিখিত বক্তব্য জমা দেন।
গত বছরের ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
মামলার অভিযোগভুক্ত ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেয় আদালত।
৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেছিলেন। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন শেখ মো. ফানাফিল্লাহ।
ওই বছরের ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র নেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। এরপর আদালত চার্জ গঠনের তারিখ দিয়ে মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বদলির আদেশ দেন।
২০২০ সালের ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।