নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। সিরিজের জন্য শুক্রবার থেকে অনুশীলন করেছে সফরকারী দল। ঢাকায় এসে বায়ো বাবলে প্রবেশের পর তিন দিনের কোয়ারেন্টিন শেষে শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরের সেশনে অনুশীলনে নামে ব্ল্যাক ক্যাপস। ফিন অ্যালেন ছাড়া বাকিরা যোগ দেন অনুশীলনে।
ঢাকায় আসার পর করোনা আক্রান্ত হওয়ায় অ্যালেন বর্তমানে হোটেলে আইসোলেশনে আছেন। তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ড ডেকে পাঠিয়েছে পেইসার ম্যাট হেনরিকে। সোমবার বাংলাদেশে আসছেন এই পেইসার।
তিন দিন কোয়ারেন্টিন শেষে দলের হয়ে অনুশীলনের সুযোগ পাবেন তিনি। ফলে নিশ্চিতভাবেই ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না হেনরি।
নিউজিল্যান্ডের আগে মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ স্কোয়াড। বাংলাদেশের হয়ে শুধু অনুশীলন করেননি সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে ফেরার পর তিন দিনের কোয়ারেন্টিনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার থেকে অনুশীলন করবেন তিনি।
৫ ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। বিকেল ৪টা থেকে শুরু হবে ম্যাচ।