নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সালাম, বরকতসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
ফোরের আলো ফোটার আগেও শহীদ মিনারে অনেক মানুষের উপস্থিতি দেখা যায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৮টার মধ্যে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছায়ানট, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ, বিএনপির মতো সংগঠন ও প্রতিষ্ঠান।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিচারপতিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ডা. আখতারুজ্জামানের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের ফুল দিতে আসা নেতাদের নেতৃত্ব দেন শাজাহান খান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধা ও শহীদদের চেতনাকে ধ্বংস করেছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা ছিল সাম্যের, গণতন্ত্রের, মুক্ত মতের দেশ গঠন করা, কিন্তু বর্তমান সরকার একুশের চেতনাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।
‘মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। তারেক রহমানের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।’