প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতের রাষ্ট্রপতি – Narail news 24.com
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় ভারতের রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক  ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে জানিয়ে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে।’

ভারতের রাষ্ট্রপতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে ভারত ও বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন খাতে প্রবেশ করছে।
ভারততের রাষ্ট্রপতি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পর তার সাথে আবার দেখা হওয়াতে তিনি আনন্দিত।
ভারতের রাষ্ট্রপতি বলেন, এই নিয়মিত যোগাযোগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের শুরু হওয়া বন্ধুত্ব ও সহযোগিতার স্থায়ী চেতনার প্রতিফলন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং সংযোগসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর জন্য একসাথে কাজ করতে সম্মত হন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x