স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু নির্দেশনায় শহরের বাঁধাঘাট সর্বজনীন পূজা মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু, সন্দীপ মজুমদার, সাবেক ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক অন্তু কাপুড়িয়া,অনিক বসু, প্রতাপ দাস, গুড্ডু, অমৃত, চয়ন সহ উপজেলা জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন, তোমার হাতেই নিরাপদ বাংলাদেশ। তোমার হাত ধরেই বিশ্ব দরবারে অগ্রগতিতে প্রিয় মাতৃভূমি,আমাদের সোনার বাংলাদেশ, প্রিয় নেত্রী, মাদার অব হিউম্যানিটি,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজ কারামুক্তি দিবস। সেই উপলক্ষে দেশরত্ন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমরা মন্দিরে এই প্রার্থনার আয়োজন করেছি।