স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নড়াইল জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোঃ খশরুল আলম পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
এতদ্বারা বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সম্মানিত সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক জনাব মোঃ নিজাম উদ্দিন খান নিলু মহোদয়ের নির্দেশক্রমে সম্মানিত সকল সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোজ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী “শেখ হাসিনা” এর আলোকিত ৭৪ তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সকল উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডশাখা সমূহ ও সকল সহযোগী সংগঠন সমূহকে দিবসটি উপলক্ষে স্বউদ্যোগে পৃথক কর্মসূচী পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মসূচীঃ
সকাল ৮.০০ মিনিট দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন (দাপ্তরিক)
বিকাল ৪.০০ মিনিট আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেককাটা
নড়াইল জেলা আওয়ামী লীগের কর্মসূচীতে জেলার সর্বস্তরের নেতা-কর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।