স্টাফ রিপোর্টার :
নড়াইল পুলিশ লাইন্স স্কুলের উন্নয়নের উদ্দেশ্যে স্কুল কমিটি ও শিক্ষকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বারের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে নড়াইল পুলিশ লাইন্স স্কুলের সার্বিক উন্নয়নের উদ্দেশ্য স্কুল কমিটি ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, নড়াইল পুলিশ লাইন্স স্কুলের কমিটি অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রবীর রায় নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, ‘বর্তমান করোনা মহামারীতে সমস্ত স্কুল বন্ধ থাকায় ছেলেমেয়েরা একটু পড়ালেখায় পিছনে পড়েছে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রেখে শিক্ষার মান আরও উন্নত করতে হবে।’