নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্র নায়িকা পরীমনির গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আজ বুধবার মুক্তি পাওয়ার কথা রয়েছে । তাকে বরণ করে নিতে কারাগারের সামনে অপেক্ষা করছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী, খালু জসিমউদ্দিনসহ স্বজনরা।
সকালে পরীমনির পাঁচ থেকে ছয়জন আত্মীয় ও তার আইনজীবী কারাগারের সামনে আসেন।
পরীমনি আইনজীবী সুরভী বলেন, ‘আমরা ও তার স্বজনরা কারাগারের সামনে এসেছি। পরীমনির বিষয়ে কিছুক্ষণ পরে কথা বলব।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, যেকোনো সময় পরীমনিকে কারাগার থেকে মুক্তি পাবেন।
ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার পরীমনিকে জামিন দেন। আদালত থেকে জামিনের আদেশ সঠিক সময়ে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে না পৌঁছানোয় গতকাল কারাগার থেকে বের হতে পারেন নি পরীমনি।