নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
বহুল আলোিচিত চিত্রনায়িকা পরীমনির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা মামলায় জামিন আবেদনের ওপর শুনানি পিছিয়েছে। আবারও পরীমনির ৫দিনের রিমান্ড আবেদন করা শুনানী পেছাল। আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক দেবব্রত বিশ্বাস।
মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির নতুন তারিখ দিয়েছেন বৃহস্পতিবার। ঢাকার মহানগর বিচারক দেবব্রত বিশ্বাসের আদালত বুধবার এ আদেশ দেন।
এর আগে পরীমনি আজ জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তার আইনজীবী মজিবুর রহমান। তিনি বলেন, ‘এ মামলায় পরীমনির বিষয়ে নিশ্চয়ই আদালত বিবেচনা করবে। কারণ তিনি একজন প্রথম সারির নায়িকা।
‘তার অনুপস্থিতিতে বিশেষ করে রাষ্ট্রীয় অনুদানে একটি গুরুত্বপূর্ণ ছবির শুটিং বিঘ্নিত হচ্ছে। সেখানে তিনি অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করবেন। তাই আমরা আশা করছি আদালত বিষয়টি বিবেচনা করে পরীমনিকে জামিনে মুক্তি দেবে।’
গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে পরীমনির জামিন শুনানির আবেদনটি করা হয়। আদালত সেটি আমলে নিয়ে জামিন শুনানির জন্য তারিখ রাখে।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানি শুরু হওয়ার কথা ছিল। এতে অংশ নেয়ার কথা ছিল পরীমনির আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীর।
গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব। ওই দিন তার বাসা থেকে বিপুল মাদক সামগ্রী উদ্ধারের কথা জানায় বাহিনীটি। এ ঘটনায় বনানী থানায় মামলা হয় পরীমনির নামে।
র্যাবের করা মাদক মামলায় পরীমনিকে দুই দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি বর্তমানে কোভিড-১৯ সংক্রান্ত কক্ষে পর্যবেক্ষণে রয়েছেন।
কারা স্বাস্থ্যবিধি অনুযায়ী নতুন আসামিদের কারাবাসের আগে ১৫ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়।