নড়াইল নিউজে সংবাদ প্রকাশ: ডাঃ সুব্রতর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন নড়াইল নিউজে সংবাদ প্রকাশ: ডাঃ সুব্রতর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন – Narail news 24.com
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের কাজ কঠিন, কিন্তু জাতি হিসেবে ব্যর্থ হওয়ার অবকাশ নেই- প্রধান উপদেষ্টা নড়াইলের তিনটি উপজেলার ইউএনও দের দায়িত্ব গ্রহন নবাগত এসপির সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাশরাফিসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনের নামে মামলা লোহাগড়ায় এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দুই ভাইকে হত্যার অভিযোগ নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা লোহাগড়ায় দাদীর মৃত্যুতে লাশের খাটিয়া আনতে গিয়ে ট্রাক চাপায় ৩ জন নিহত অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন নেদারল্যান্ডসের ১০-১৬ সেপ্টেম্বর ডোনাল্ড লু ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন সুসম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বেরিয়ে আসা উচিত ভারতের – পররাষ্ট্র উপদেষ্টা

নড়াইল নিউজে সংবাদ প্রকাশ: ডাঃ সুব্রতর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
অভিযুক্ত ডাঃ সুব্রত কুমার। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

 স্টাফ রিপোর্টার:

নড়াইল নিউজে সংবাদ প্রকাশ: ডাঃ সুব্রতর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নড়াইল স্বাস্থ্য বিভাগ। গত ১৯ জানুয়ারি সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার স্বাক্ষরিত চিঠিতে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নড়াইলের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘নড়াইল নিউজ ২৪ডট কম’এ বুধবার (১৯ জানুয়ারী)  “নড়াইলে ডাক্তার সুব্রতর ভুল অপারেশনে মহিলার মৃত্যুর অভিযোগ ” শিরোনামে সংবাদ প্রকাশ হয় । এতে নড়ে চড়ে বসে নড়াইল স্বাস্থ্য বিভাগ।

নড়াইল সিভিল সার্জন অফিসের স্মারক নং সি এস এন/শা-১/২০২২/১৩০/১১ চিঠিতে বলা হয়েছে, নড়াইল নিউজ ২৪.কম এ ১৯ জানুয়ারি’ ২২ তারিখে প্রকাশিত সংবাদের আলোকে জনতা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তিকৃত রোগী ববিতা খানম পিতা আতিয়ার সরদার, সাং- বাগডাঙ্গা ইউনিয়ন হবখালী,নড়াইল সদর,নড়াইল। স্বামী মাগুরার মুহাম্মদপুর উপজেলার বড়লিন গ্রামের লায়েব সেখের স্ত্রী। তাকে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার গত ১৯ নভেম্বর ২০২১ অপারেশন করেন পরে ১২ জানুয়ারি মৃত্যু বরণ করেন। এই ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেন উক্তরোগী ববিতা খানমকে ভুল চিকিৎসা দেওয়ার কারনে মৃত্যু বরন করেছেন।
উক্ত অভিযোগটি সরেজমিন তদন্ত করিবার জন্য নিম্নে বর্ণিত তদন্ত কমিটি গঠন করা হল।

তদন্ত কমিটির চিঠি। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

কমিটির সদস্যরা হলেন নড়াইল সদর হাসপাতালের জুনিয়র কলসালটেন্ট (সার্জারী) ডাঃ জিএম নুরজ্জামনকে সভাপতি জুনিয়র কলসালটেন্ট (গাইনী) ডাঃ সুব্রত কুমার বাগচী সদস্য ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ শফিক তমালকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিকে তিন কর্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করিয়া উহার প্রতিবেদন নিম্ন স্বাক্ষরকারি দপ্তরে প্রেরনের জন্য অনুরোধ করা হলো।
সিভিল সার্জন ডা: নাছিমা আকতার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪ডট কমকে বলেন, গণমাধ্যমে বিষয়টি সামনে আসার কারনে আমরা গতকাল বিষয়টি দেখার পরপরই তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছি। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ববিতা। ছবি:- নড়াইল নিউজ ২৪.কম

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলা হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার আতিয়ার সরদারের মেয়ে এবং মাগুরার মুহাম্মদপুর উপজেলার বড়লিন গ্রামের লায়েব সেখের স্ত্রী। নিহত ববিতা খাতুন ৬ মাসের গর্ভবতী ছিলেন।
গর্ভকালীন নানা জতিলতার কারণে ববিতার মা রেবেকা বেগম চিকিংসার জন্য নড়াইল সদর হাসপাতালে আসার পথে রোগীকে পানি খাওয়ানোর জন্য জনতা সার্জিক্যাল ক্লিনিকের সামনে দাড়ান। এসময় জনতা ক্লিনিকের থাকা লিপি ও নাদিরা রেবেকা বেগম কে বলে আমাদের ক্লিনিকে ভালো ডাক্তার আছে আপনার মেয়ে সুস্থ্য হয়ে যাবে। এই বলে জনতা সার্জিক্যাল ক্লিনিকের মালিক শিপনের কাছে নিয়ে যায়। ক্লিনিকের মালিক শিপন গর্ভবতী ববিতার চিকিংসার কাগজ পত্র দেখে ৭২ ঘন্টার মধ্যে রোগী সুস্থ্য হয়ে যাবে বলে ২২,০০০ হাজার টাকা নেয় রেবেকা বেগমের কাছ থেকে। গত ১৯ নভেম্বর ২০২১ ববিতা খাতুনের সিজার করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার। সিজার করার পর ২/৩ দিন রেখে রেবেকা বেগমকে বলেন আপনারা বাড়ি চলে যান তিনদিন পর ক্লিনিকে এসে সেলাই কেটে যাবেন।
বাড়িতে গিয়ে ববিতা খাতুন আরও অসুস্থ্য হয়ে পড়ে। তার পেট ফুলে প্র¯্রাব-পায়খানা বন্দ হয়ে জ্বালা যন্ত্রণা করে অসুস্থ্যতা বাড়তে থাকে। পরে রেবেকা তার মেয়ে ববিতা কে নিয়ে সদর হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ চিকিংসক (অব:) ডা: মীনা হুমায়ুন কবিরের কাছে নিয়ে যায় তিনি পরীক্ষা করতে বলেন। পরীক্ষা রিপোর্ট দেখে বলেন, রোগীর পেটের মধ্যে ২/৩ প্যাকেট রক্ত পুজ জমা হয়ে আছে। তিনি জনতা সার্জিক্যাল ক্লিনিকের মালিক শিপনের সাথে মুঠো ফোনে কথা বলে শিপন ওই রোগী কে পুনরায় আবার ক্লিনিকে পাঠাতে বলে। পরে রোগী ববিতাকে নিয়ে তার মা রেবেকা আবার যায়। পরে সেই রোগীকে আবারও অপারেশন করে সেই ডাক্তার সুব্রত। অপারেশনের সময় ডাক্তার সুব্রত পায়খানা প্রসাবের নাড়ি সহ আরও অনেক গুরুত্বপুর্ন নাড়ি কেটে ফেলে বলে পরিবারের অভিযোগ।
রোগীর পেটে কোন সেলাই না দিয়ে টেপ লাগিয়ে দেয়। পরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। ডাক্তার সুব্রত ও কিøনিকের মালিক শিপন ভয় পেয়ে রোগীকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন রোগী ববিতা ও তার মা রেবাকাসহ শিপনকে এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেখানে তাদেরকে রেখে পলিয়ে চলে আসে বলে অভিযোগ করেন নিহত ববিতার মা।
পরে কিছু ব্যাক্তি তাদেরকে আর্থিক সাহায্য করলে তারা আবার রোগীকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে ভর্তি করে। তখন দেখতে পায় সিজারের টেপ লাগানো ফাকা জায়গা থেকে পায়খানা প্রস্রাব উপর দিয়ে বের হচ্ছে রোগী খাওয়া দাওয়া করছে না। সেখান থেকে আবারও চিকিৎসকসহ ক্লিনিক মালিক শিপন তাদের যশোর উত্তরা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে গেলে একদিন পর ১২ জানুয়ারি মৃত্যু হয়।

আরও পড়ুন: নড়াইলে ডাক্তার সুব্রতর ভুল অপারেশনে মহিলার মৃত্যুর অভিযোগ

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x