নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ। নিজস্ব ফেসবুক আইডিতে এ হতাশার কথা ব্যক্ত করেন তারা। এবিষয়ে অনেকে বিরুপ মন্তব্যও করেছেন। নড়াইল নিউজ ২৪.কম এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:-
নিলয় রায় বাঁধন লিখেছেন, রাজনীতি জীবনের সর্বোচ্চ আবেগ অনুভুতি ভালোবাসার স্থান ছাত্রলীগ তাই সাবেক কর্মী হিসাবে কিছু কথা বলা উচিৎ মনে হয়েছে… নড়াইলের জেলা ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে, যোগ্য বাদপড়া ছেলেদের অন্তর্ভুক্ত করার কথা ছিলো।
কিন্তু হলো তার উল্টো! যাদের বিরুদ্ধে প্রমানসহ সংগঠন পরিপন্থী অভিযোগ রয়েছে তারা এখনো কমিটিতে অন্তর্ভুক্ত…
অথচ কমিটি থেকে অব্যহতি দেওয়া হল, বিতর্কমুক্ত মুজিবাদর্শের পরিচ্ছন্ন কর্মি মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি সন্দিপ মজুমদার, দুঃসময়ের সংগ্রামী শুদ্ধ আওয়ামী পরিবারের সন্তান নাজমুস সাকিব নোভা সহ এমন আরো কয়েকজন ক্লিনইমেজের ছাত্রলীগ কর্মিকে,
যারা প্রতিনিয়ত জঙ্গি-সন্ত্রাস দালাল-রাজাকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্বোচ্চার ভুমিকা পালন করে চলেছে।
এমন ছাত্রলীগ আমাদের প্রত্যাশা ছিলো না।
এ কোন ষড়যন্ত্রের আলামত???
লেখক পরিচিতি
নিলয় রায় বাঁধন
সাবেক সাধারন সম্পাদক
নড়াইল জেলা ছাত্রলীগের ।
জোসেফ মুন্সী লিখেছেন, নড়াইল-লোহাগড়ার সবাই এই কমিটি দেখে পুরা হতবাক!!! বাদ যাবে কারা আর বাদ দিলো কাদের???
কমিটিতে থাকা বিবাহিত ও বিতর্কিত ছেলেগুলোকে বাদ না দিয়ে ক্লিন ইমেজের, ত্যাগী ছাত্রলীগ কর্মীদের বাদ দেওয়া হলো।
স্থানীয় ছাত্রলীগ নেতার পা চাটতে অস্বীকৃতি জানানোয়,কেন্দ্রীয় ছাত্রলীগকে ভুল বুঝিয়ে আজ পরীক্ষিত কর্মীদের বাদ এরা দিলো!
ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে, যখন দেখি প্রতিহিংসার শিকার হয়ে সংগঠনের যোগ্য ছেলেগুলো বাদ পড়ে যায়, তখন কষ্ট লাগে খুব। এসব সহ্য করতে পারি না।
যোগ্য ছেলেগুলোকে বিতর্কিত তকমা দিয়ে বাদ দিবেন, তা হবে না। বাদ দেওয়ার সঠিক কারণ জানিয়ে বাদ দিতে হবে। অভিযোগ দিলেই বাদ দেওয়ার এখতিয়ার আপনাদের নাই। অভিযোগের সত্যতা যাচাই করে,প্রমাণসাপেক্ষে বাদ দেওয়ার বিধান আছে। হুটহাট যখন যা মনে চাবে,তখন কর্মীদের নিয়ে যা খুশি তাই করবেন,এমনটা হবে না। এই সংগঠনে আমাদেরও ঘাম আছে,শ্রম আছে। আপনাদের খামখেয়ালির জন্য বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছাত্রলীগের পরীক্ষিত কর্মীর চোখের পানি আমরা দেখতে চাই না। কেন্দ্রীয় কমিটিকে দিয়ে এটা কেন করলেন,এর জবাব দিতে হবে আপনাদের।
এসব তামাশা বাদ দেন।
ছবি সংগৃহীত
লেখক পরিচিতি
জোসেফ মুন্সী
সাবেক সভাপতি
লোহাগড়া উপজেলা ছাত্রলীগ।