স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা ও উপজেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৩৯টি মামলায় ৩৯ জন অভিযুক্তকে ২৪,০৬০টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানাগেছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ এবং সড়ক পরিবহণ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তাগণ এ জরিমানা করেন।