স্টাফ রিপোর্টার:
নড়াইল শহরের প্রস্তাবিত সড়কটি চারলেনে করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা চালাচ্ছেন জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে মানববন্ধনে অংশগ্রহনের জন্য উভয় পক্ষের লোকজন আসতে শুরু করেছে। সোমবার সকালে উভয় পক্ষ নড়াইল রুপগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
চারলেনের পক্ষে এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মাসুম জুলহাস ববি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু দলীয় নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে চারলেনের বিপক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলামসহ কিছু সংখ্যক ব্যবসায়ীরা তার সাথে ছিলেন।
জানাগেছে, ঢাকাগামী পরিবহণের জন্য ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়ক অতিগুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে কাজ করে। নড়াইল শহরের ওপর দিয়ে যাওয়া এই মহাসড়কের দুই পাশে কয়েকটি মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ রয়েছে হাট-বাজার, বিভিন্ন কমিউনিটি সেন্টার, ডায়াগোষ্ট্রিক সেন্টার, ঔষধের দোকানসহ নানা স্থাপনা। যার ফলে যানবাহনের চাপে এই মহাসড়কের বিশেষ করে নড়াইল শহরের ভেতর যানজট লেগেই থাকে। এতে করে এ মহাসড়ক ব্যবহারকারীদের প্রতিনিয়ত শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এই যানজটের কবল থেকে পরিত্রাণ পেতে এ মহাসড়কের নড়াইল শহরাংশের ওপর দিয়ে যাওয়া ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
পরিকল্পনা কমিশন সূত্র মতে, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে ‘নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প। আর এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নড়াইল শহরের সড়ক প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন এবং এই মহাসড়ক ব্যবহারকারীদের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: নড়াইলে চারলেন সড়ক উন্নয়ন: পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচির ঘোষনা