স্টাফ রিপোর্টার:
নড়াইল কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট কর্তৃক বাস্তবায়িত লাইব্রেরী ও প্রার্থনা কক্ষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে লাইব্রেরী ও প্রার্থনা কক্ষের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোাকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌরমেয়র আঞ্জুমান আরা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমূখ।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজামন্ডপের নেতৃবৃন্দ, পুরোহিত, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।