স্টাফ রিপোর্টার:
করোনা মহামারির কারনে দির্ঘ প্রায় ড়েদ বছর বন্ধ থাকার পর বিদ্যালয় খুলছে আগামী ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে এসএসসি ১৯৮৬ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষকদের মাস্ক বিতরন করা হয়।
রোববার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরন করে এসএসসি ১৯৮৬ ব্যাচের কর্মীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে,সহকারী প্রধান শিক্ষক বিপুল পাঠক সহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন এসময়।
এরপর সরকারি বালিকা বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালক করে তারা। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন,সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, আজমিরা আক্তার জাকিয়া সহ উপস্থিত ছিলেন।
এসময় ১৯৮৬ ব্যাচের বন্ধু শিক্ষক শক্তিপদ বিশ্বাস, বিপুল সেন,সাংবাদিক সাইফুল ইসলাম, মো.জালাল উদ্দিন ও কামাল হোসেন উপস্থিত সকলকে মাস্ক পরিয়ে দেন।
উভয় স্কুলের শিক্ষক ও কর্মচারীরা শিক্ষক স্কুল খোলার আগে এই ধরনের কর্মসূচী কে স্বাগত জানিয়ে ১৯৮৬ ব্যাচের বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদার বলেন, এটি একটি মহতি উদ্যোগ,আশাকরি নড়াইলের এস এসসি ১৯৮৬ ব্যাচ এ ধরনের মানবিক কাজ অব্যহত রাখবে।