নড়াইলে হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিলেন এসপি নড়াইলে হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিলেন এসপি – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

নড়াইলে হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিলেন এসপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে রত্নার কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার
হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করে রত্নার কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

নড়াইলে রত্না নামে এক নারীর হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিয়েছেন পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়। মঙ্গলবার  (২৫ মে) সকালে শহরের পুরাতন টার্মিনালের সামনে  ওই নারীর ব্যাগটি হারিয়ে যায়। শহরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ টি না পেয়ে রত্না  পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ঘটনাটি খুলে বলেন। পরে পুলিশ সুপার ১ ঘণ্টার মধ্যে  শহরের মধ্যে লাগানো সিসি ক্যামেরা চেক করে ব্যাগটি  উদ্ধার করে ওই নারীর কাছে হস্তান্তর করেন।

রত্না নড়াইল নিউজ ২৪.কমকে জানান,সকালে আমি নিজ বাড়ি ভওয়াখালী এলাকা থেকে ইজিবাইক করে টার্মিনাল  যাচ্ছিলাম। ইজিবাই থেকে নামার পরে  দেখি ব্যাগ নাই  অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি  না পেয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় স্যারকে ঘটনাটি খুলে বলি। পরে স্যার আমাকে এক ঘণ্টার মধ্যে  ব্যাগ  খুঁজে বের করে দেন। পুলিশ সুপার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ভাবতেও পারিনি যে আমার হারিয়ে যাওয়া  ব্যাগটি  ফিরে পাবো।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল নিউজ ২৪.কমকে জানান, রত্না  নামে এক নারী সকালে এসে বলেন- ‘স্যার আমার একটি ব্যাগ  শহরের টার্মিনাল থেকে হারিয়ে গেছে।’ পরে তিনি শহরের মধ্যে লাগানো সিসি ক্যামেরা চেক করে ব্যাগটি  উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেন। তিনি আরো  বলেন, নড়াইলকে ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গিমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাব। এছাড়াও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। পুলিশ সদস্যরা মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত থাকবে। সব সময় আমরা দেশ ও সমাজের জন্য কাজ করে যাব।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x