নড়াইলে ধর্মিয় অনুষ্ঠানে যোগদিতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২, আহত ৮ নড়াইলে ধর্মিয় অনুষ্ঠানে যোগদিতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২, আহত ৮ – Narail news 24.com
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিছিয়ে গেল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ২০ দিনব্যাপী মেলার উদ্বোধন নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইল কালেক্টরেট স্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন নড়াইল পৌর বিএনপি নব-নির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধনা নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির সাথে জামায়াত নেতাদের মতবিনিময় নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত নড়াইল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক  সংস্কার কমিশনের প্রতিবেদন নতুন বাংলাদেশের চার্টার হয়ে থাকবে – প্রধান উপদেষ্টা পরিবেশ বান্ধব নড়াইল জেলা বিনির্মানে প্রচারনা ও জনসচেতনামুলক র‌্যালী অনুষ্টিত

নড়াইলে ধর্মিয় অনুষ্ঠানে যোগদিতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার:

নড়াইলে ধর্মিয় অনুষ্ঠানে যোগদিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা (৫০) নামে দু’নারী নিহত হয়েছেন। নিহত মমতা যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী। মঙ্গলবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বুুড়িখালি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ইঞ্জিনচালিত ৫টি সিএনজিযোগে ৩৫-৩৮ জন নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশ্যে আসছিলেন।

পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার হাফিজুর রহমান মুক্ত মিনা রানী বিশ্বাসকে মৃতু্যূ বলে ঘোষনা করেন। মমতা বিশ্বাস হাসপাতালে ভর্তির পর বিকেল ৫টার দিকে মারা যান। গুরতর আহত সিএনজির ড্রাইভার অশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজিতে থাকা আনন্দ মোহন রায় জানান, শিব চতুদশী উপলক্ষে মঙ্গলবার দুপুরের দিকে তারা ৫টি সিএনজিযোগে অভয়নগর উপজেলার সমসপুুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারকগোসাইয়ের বাড়িতে আসছিলেন। তারা বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমূখী খানজাহান আলী পরিবহন ও সামনে থাকা সিএনজির মুখোমখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মাহামুদুর রহমান  বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দু’নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আহতদের চিকিৎসা চলছে। খানজাহান আলী বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে বলেও জানায় পুলিশ।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x