স্টাফ রিপোর্টার :
নড়াইলে সিগারেটে খাওয়ায়ে ইজিবাই চালক কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারী ) সকালে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নড়াইলের বিভিন্ন এলাকার সড়ক থেকে ইজিবাইক ছিনতাই হচ্ছিল। গত বুধবার (১৯ জানুয়ারী) কার্তিক চন্দ্র নামের ইজিবাইক চালকের সাথে ভাড়ায় চুক্তি করে নড়াইলে আসে ছিনতাইকারী মো: মহসিন মোল্যা। নড়াইলের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক থামিয়ে ইজিবাই চালক কে সিগারেট খাওয়ায়ে অজ্ঞান করে তাকে পশ্চিম পার্শ্বে একটি বালুর মাঠে মধ্যে ফেলে দিয়ে ইজিবাইক টি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতনায় অবস্তায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে সদর থানায় একটি মামলা দায়ের করেন ইজিবাইক চালক কার্তিক চন্দ্র বিশ্বাস ।
পুলিশ আরও জানায়, আসামী মহসিন মোল্লার কাছ থেকে ৪টি ইজিবাক , বিভিন্ন ইজিবাইকের শোরুমের ক্রয়ের ৪টি নকল রশিদ , চারটি নকল সীল ও একিট সীল প্যাড ,৫টি ইজিবাইকের চাবি ,বিভিন্ন শোরুমের ইজিবাইকের স্টিকারসহ বিভিন্ন ইজিবাইক শোরুমের ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে ।