স্টাফ রিপোর্টার:
“আমরা জাগি অভয় বীণার ঝংকারে ” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে সাংষ্কৃতিক সংগঠন সুর দরিয়ার ১ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
মঙ্গলবার দিনটি শুরুতে প্রায়াত শিল্পীদের স্বরণে ১ মিনিট নিরাবতা ও স্মৃতি চারণ করা হয় । পরে সুলতান মঞ্চ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কেক কেটে কর্মসূচি শেষ হয়। সন্ধ্যায় সুলতান মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল সরকরি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, প্রতুল হাজরার সভাপতিত্বে এসময় নড়াইল পৌসভার মেয়র আঞ্জুমান আরা, অধ্যাপক সাহানারা বেগম,ডাঃ মায়া রানী বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রা থিয়েটারের সেক্রেটারি ইমান আলী মিলন, যুগান্তর নাট্য সংসদের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন, শিল্পী সালাউদ্দিন শীতল, প্রসাদ বিশ্বাস, র্অপিতা সূত্রধর অন্তরা, তমালিকা তমা, রিতু বিশ্বাসসহ সম্মিলিত সাংষ্কুতিক জোট ও বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।