স্টাফ রিপোর্টার:
নড়াইলে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে আজ রোববার বিকেলে। জেলা আওয়ামীলীগের আয়োজনে পুরাতন বাসটার্মিনালে দলীয় কার্যালয়ে এ কর্মসূচিপালিত হবে।আলোচনাসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলে জানাগেছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বক্তব্য রাখবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য বিএম কবিরুল হক মুক্তি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য মাশরাফি বিন মর্তুজা।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, শোকাবহ আগস্ট উপলক্ষে আজ বিকেলে আলোচনাসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইতিমধ্যে সভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।