স্টাফ রিপোর্টার:
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মৎস্য ও প্রনিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)’র সহযোগিতায়। জেলা প্রণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ডেইরি মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু।
উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ জিল্লুর রহমানসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত