স্টাফ রিপোর্টার:
নড়াইলে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সঞ্চালনায় সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
[caption id="attachment_9935" align="aligncenter" width="300"] ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
বিশেষ অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আরধনান্দ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কুমার নন্দী, জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, রমা রানী রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, শিক্ষক মৌসুমী অধিকারী, গোবিন্দ বিশ্বাস প্রমুখ।
[caption id="attachment_9937" align="aligncenter" width="300"] ছবি:- নড়াইল নিউজ ২৪.কম[/caption]
সভার শুরুতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ৩০ শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযান কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।