স্টাফ রিপোর্টার:
“দামে কম ,মানে ভালো” খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নড়াইলে এই জেনারেশন ২১ শোরুম । ছেলেদের জন্য রয়েছে, প্যান্ট, শার্ট, টি-শার্ট,পলো শার্ট, পাঞ্জাবি, ব্লেজার, স্টস ইত্যাদি। মেয়েদের জন্য রয়েছে,ওয়াান পিস, প্যান্ট, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট , আন্ডার গার্মেন্টস, কুর্তি ইত্যাদি। বাচ্চাদের জন্যও রয়েছে, সকল প্রকার প্যান্ট, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ইত্যাদি।
জেনারেশন ২১ এর সংশ্লিষ্টরা জানায়, এই শোরুমে পাওয়া যাবে সকল প্রকার বিদেশি কসমেটিক। থাকছে জেনারেশন ২১ উদ্বোধন উপলক্ষে সকল পোশাকের উপর ১০ শতাংশ মূল্যছাড় এক সপ্তাহের জন্য। আরও রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য সবসময়ই ১০ শতাংশ মূল্যছাড় অব্যাহত থাকবে। আরও চিত্রা রিসোর্ট এর টিকিট দেখালে ও ১০% মূল্য ছাড় দেয়া হবে।
চিল্ড্রেন ভয়েস স্কুলের গার্জিয়ান দের জন্য ১০% মূল্য ছাড় দেওয়া হবে সব সময়। আবার ১০০০ টাকার পণ্য কিনলে পাবে সারা বছরের জন্য থাকবে ১০%ডিসকাউন্ট কার্ড।
জেনারেশন ২১ এটা শুধু ব্যবসা না, এটা নড়াইলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই বলে জানান সংশ্লিষ্টরা।
স্থান :- আলতাফ হোসেন শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, রুপগঞ্জ বাজার, নড়াইল।