স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষক (অব:)শিক্ষক রউফ মোল্যার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত সড়কে কালিয়াবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কাজী বশিরুল হক বশির, এলাকাবাসীর পক্ষে মাঈনউদ্দিন, রুপালী বেগম, সাংবাদিক সাথী তালুকদার প্রমূখ।
মানববন্ধনে বক্তরা জানান, শিশুটিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে অব্দুর রউফ। এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বক্তরা। প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে মিমাংশা করেছে বলেও অভিযোগ করেন বক্তরা। ধর্ষনকারী রউফ মোল্যার ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে মানববন্ধনে অংশগ্রহকারীরা। মানববন্ধনে এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, নড়াইলের কালিয়ায় আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্লা (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে গত ২৪ আগস্ট রাতে মামলা করেন। ওই বৃদ্ধকে পুলিশ আটক করেছে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রউফ মোল্লা সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কালিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার