স্টাফ রিপোর্টার:
নড়াইলে ৭ দিনের লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুকি মোকাবেলায় সংক্রমন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক আজ শনিবার (১২ জুন) থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু আগামী ১৯ জুন ৭ দিন এ লকডাউন চলবে বলে উল্লেখ করা হয়েছে। লকডাউন চলবে নড়াইল ও লোহাগড়া পৌরসভা। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ইউনিয়নে লকডাউন কঠোভাবে চলবে। এছাড়া লোহাগড়া পৌর এলাকা এবং উপজেলার শালনগর ইউনিয়নকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
এসময়ের মধ্যে লকডাউন এলাকা থেকে কেউ বাইরে যেতে বা ভিতরে প্রবেশ করতে পারবেনা।
লকডাউনে জনসমাগম নিশিদ্ধ করা হয়। তবে জরুরী সেবা এ আওতার বাইরে থাকবে। এ আদেশ অমান্যকারীল বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ৭ দিনের লকডাউন কাল থেকে