স্টাফ রিপোর্টার:
নড়াইলে লকডাউনের দ্বিতীয় দিনে নানান অজুহাতে সড়কে বাড়ছে জনসমাগম। মোড়ে মোড়ে পুলিশের জিজ্ঞাসাবাধের মুখে পড়লেও মানুষ রাস্তায় বের হচ্ছে। মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়।
জানাগেছে, নড়াইল জেলায় ৭ দিনের লকডাউনের আজ মঙ্গলবার দ্বিতীয় দিন চলছে। শহরের মধ্যে যাত্রাবাহী বাস চলাচল করছেনা। ইজিবাইজ চলাচল করছে কম। তবে ইজিভ্যান(ইঞ্জিন চালিত) চলাচল করছে চোখে পড়ার মত। শহরে পুলিশের তল্লাশি থাকলেও তল্লাশিস্থানের কিছুদুরে ভ্যান থেকে লোকজন নামিয়ে দিচ্ছে বলে জানাগেছে। অপরদিকে ইজিবাইক এবং ইজিভ্যান চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
সকাল থেকে রুপগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিদিনেরমত কাচা বাজার- মাছ বাজার এবং ফলের দোকান ১২ টা পর্যন্তু খোলা রয়েছে।
উল্লেখ্য, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন গতকাল থেকে জেলায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু করে চলবে ২৭ জুন পর্যন্তু।