স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেড়ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিট কোভিড-১৯ এ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগত অর্থ বিতরণ করেছে। নড়াইল টাউন ক্লাবে বুধবার জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড়ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুর রহমান, রেড়ক্রিসেন্ট সোসাইটির নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী লিটন, মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান হিলু প্রমূখ।
২‘শ পরিবারকে ২ হাজার ৫’শ টাকা করে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় রেড়ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিটসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।