স্টাফ রিপোর্টার:
নড়াইলে রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট পালিত হয়েছে। শনিবার বিকেলে জেলা যুবলীগের আয়োজনে মুচিরপোল এলাকায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যেছিলো কালোব্যাজ ধারন, শোকর্যালি, শোকসভা ও দোয়ার মাহফিল।
নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি গাউসুল আযম মাসুমের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস ও মিনিসবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামরুজ্জামান কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জাহাঙ্গীর শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, তাই বারবার তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। এখনও ষড়যন্ত্র থেমে নেই তাই সকলকে ঐক্যবন্ধভাবে ওদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
বাংলাদেশ আওয়ামীলী ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মিরা জিবীত থাকতে জননেত্রী শেখ হাসিনার কোন ক্ষতি কউ করতে পারবে না। বক্তরা অবিলম্বে ২১শে আগস্টের মামলায় চিহ্নিত ঘাতকদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান বক্তরা।
এর আগে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতা-কর্মি শোকর্যালি করে সমাবেশস্থলে আসেন।
আরও পড়ুন: নড়াইলে জেলা আ’লীগের ভয়াল ২১শে আগস্ট পালন