স্টাফ রিপোর্টার:
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপÍাহ(২৮ আগস্ট-০৩ সেপ্টম্বর) নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক কার্ত্তিক দাস, নঈমুর রহমান ফিরোজ, সাইফুল ইসলাম তুহিন প্রমূখ।
মতবিনিময় সভায় জানানো হয়, নড়াইল জেলায় ৮হাজার ৬’শ পুকুর এবং ৫ হাজার ৩’শ চিংড়ি ঘের রয়েছে। জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্ট্রিক টন। জেলায় মাছের উৎপাদন ১৯ হাজার মেট্টিক টন এবং চিংড়ি উৎপাদন হয়ে ৩ হাজার মেট্টিক টন। জেলায় ৬ হাজার মেট্টিক টন মাছ বেশি উৎপাদন হয়। এসময় জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।