স্টাফ রিপোর্টার: নড়াইলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার শহরের গারুচিরায় দলীয় কার্যালয়ে এ উলক্ষে আলোচনাসভা, বস্ত্র, মাক্স বিতরণ, কেককাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, যুবলীগ নেতা মহিদুর রহমান মহিদ প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।