স্টাফ রিপোর্টার:
নড়াইলের সিঙ্গাশোলপুরে মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় বিভূতিভূষণ বিশ্বাস পাভেল (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিংগাশোলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শোলপুর গ্রামের হাজারীলাল বিশ্বাসের পূত্র।
জানাগেছে, নড়াইল সদর উপজেলার সিংগাশোল ইউনিয়নের শোলপুর গ্রামের দক্ষিণ পাড়া সার্বজনীন হরিমন্দিরে পূর্নব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা ভাংচুরের অভিযোগে বিভূতিভূষণ বিশ্বাস পাভেল (৪৩) নামে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দীনের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় মূর্তি ভাংচুরের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির নড়াইল নিউজ ২৪.কমকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাতের কোন এক সময় নড়াইল সদর উপজেলার সিংগাশোল ইউনিয়নের শোলপুর গ্রামের দক্ষিণ পাড়া সার্বজনীন হরিমন্দিরে পূর্নব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা ভেঙ্গে ফেলেছে। সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।
আরও পড়ুন: নড়াইলে প্রতিমা ভেঙ্গে ফেললো দুর্বৃত্তরা