স্টাফ রিপোর্টার:
নড়াইলে এনটিআরসিএ ’এর নিবন্ধিত সনদধারীদের “ প্যানেল ভিত্তিক নিয়োগ ”এর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার নড়াইল প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাসী নিবন্ধিত শিক্ষক সংগঠন, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
মানববন্ধন চলাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের এ দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন নড়াইল জেলা নিয়োগ প্রত্যাসী সংগঠনের আহবায়ক এস,এম, মতিউর রহমান, যুগ্ম আহবায়ক প্রভাত সরকার, কমিটির সদস্য সাইফুর রহমান, দিপ্তী সিংহ, মৃদুল বিশ্বাস, জানানতুল ফেরদৌস, নিলীমা বিশ্বাস প্রমূখ।
তাদের প্রধান দাবি সমূহের মধ্যে রয়েছে এক আবেদনে নিবন্ধনধারী চাকরি প্রত্যাসীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে, সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখার দাবি জানান।