স্টাফ রিপোর্টার:
নড়াইলে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় “মাঠ দিবস” অনুষ্ঠাষ্ঠিত হয়েছে।
নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার সদর উপজেলার বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন।