স্টাফ রিপোর্টার:
“ প্রতিদিন ডিম খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পাদ অফিসার ডা: মো: মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: জিল্লুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্ব ডিম দিবস আজ: দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি