স্টাফ রিপোর্টার:
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিচার বিভাগের আয়োজনে এ উপলক্ষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও কেকাটা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশেদা বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, সিভিল সার্জন নাছিমা আকতার।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অ্যাডভোকেট রমা রানী রায় প্রমূখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।