স্টাফ রিপোর্টার:
নড়াইলে করোনা সংক্রমন না কমায় লকডাউন আরও ৭দিন বৃদ্ধি করা হচ্ছে বলে জানাগেছে। শনিবার রাত সাড়ে ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সূত্র জানায়।
কোন সূত্রই বিষয়টি এখনও নিশ্চিত না করলেও দায়িত্বশীল সূত্র বলছে, করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কমপক্ষে এক সপ্তাহ বা তারও বেশি হতে পারে লকডাউন। পরিবর্তন হতে পারে লকডাউনের সময় সূচিও।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রাত সাড়ে ৭টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
জানাগেছে, গত ১২ জুন থেকে নড়াইলে ৭ দিনের লকডাউন ঘোষনা করে জলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা থেকে প্রজ্ঞাপন জারি করা হয় আজ শনিবার শেষ হচ্ছে ৭ দিনের লকডাউন। বিকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু এ লকডাউন চলে।
আরও পড়ুন: লোহাগড়ায় করোনায় আরও এক জনের মৃত্যু