স্টাফ রিপোর্টার:
“ বাংলা ইশারা ভাষার প্রসার,শ্রবণ প্রতিবন্ধী বাক্তির অধিকার ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার,সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।