নড়াইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত নড়াইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

নড়াইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
ফাইল ছবি

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭ ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর খেলা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার জেলা  জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে একথা জানানো হয়েছে।

চিঠিতে কোভিড-১৯ এর কারনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭ ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তিতে নতুন তারিখ জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মে  এ উপলক্ষে প্রস্তুতি সভায় আগামী ৫ ও ৬ জুন খেলার তারিখ নির্ধারন করা হয়েছিলো। ওই সভায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে স্ব-স্ব অবস্থানে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক- অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা- অনুর্ধ্ব-১৭ ) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর আয়োজক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ জুন বিকাল ৪টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে এ খেলার উদ্বোধন এবং ৬ জুন বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, প্রতিযোগীতায় জেলার তিন উপজেলা ও নড়াইল পৌরসভার মোট বালক -৪ টি ও বালিকা ৪টি দল অংশগ্রহন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমানের সভাপতিত্বে এতে অংশগ্রহন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সভা পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। অনলাইনে এ সময় সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x