স্টাফ রিপোর্টার:
নড়াইলে জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, কেককাটা, আলোচনা সভা, বৃক্ষ রোপন, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এসব কর্মসুচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।
এসময় বক্তরা বলেন, জননেত্রী শেখ হাসিনার যখন রাষ্ট্রপরিচালনা করে তখনই দেশের উন্নয়ন হয়। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিএনপি- জামায়াতের সন্ত্রসীরা তাকে বিভিন্ন সময়ে হত্যার ষড়যন্ত্র করেছে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে জনগণের ভালোবাসায় নিজেদের জীবন দিয়ে নেত্রীকে রক্ষা করেছেন। ছাত্রলীগের নেতা-কর্মিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে সব সময় কাজ করে যাচ্ছেন।
ছাত্রলীগের দলীয় নেতা-কর্মিরা জীবীত থাকতে শেখ হাসিনার কোন ক্ষতি হতে দেওয়া হবে না বলেও জানান বক্তরা।
পরে কেককাটা, বৃক্ষ রোপন, এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।